হোম > সারা দেশ > ঢাকা

এবার অনশনে ৪৩ বিসিএসের গেজেট থেকে বাদ পড়া কয়েকজন

ঢাবি সংবাদদাতা

গেজেটভুক্ত করার দাবিতে ৪৩ বিসিএসের কয়েকজন প্রার্থী অনশনের বসেছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। অবিলম্বে তাঁদের গেজেটভুক্ত করার এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ৪৩ বিসিএসের গেজেট বঞ্চিত অন্তত ১৫ জন প্রার্থী এ অনশন কর্মসূচি শুরু করেন। অনশনের বসা কয়েকজন হলেন ফয়সাল চোকদার, সমরজীৎ চক্রবর্তী, মতিউর রহমান, হান্নান সরকার, দেবাশীষ ঘোষ, মাহমুদুল হাসান ও মাসুমা আক্তার।

অনশনরতরা জানান, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

তাঁরা আরও জানান, বাদ পড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তাঁদের জানানো হয়নি। ফলে তাঁরা নানা অনিশ্চয়তার মধ্যে জীবন পার করতে শুরু করেন। এ নিয়ে নানা দফায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, পদযাত্রা ইত্যাদি কর্মসূচি পালন করেছেন তাঁরা।

সর্বশেষ এ মাসের ৯ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের প্রতিনিধিরা আলোচনা করেন। তখন তাঁদের পয়লা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই গেজেটভুক্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা।

সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আশ্বাসের পর আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কাজ চলমান, আরও এক সপ্তাহ লাগবে, দুই সপ্তাহ লাগতে পারে ইত্যাদি বলে এক অদৃশ্য কারণে সময়ক্ষেপণ করছে।’

তিনি বলেন, ‘আমাদের এ অনশন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এতে আরও অনেকে যোগ দেবে। এর মধ্যে কয়েকজন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। গেজেটভুক্ত করে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়ন করে নোটিশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার