গুমের মামলায় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
গতকাল সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বাকি দুজন হলেন আরিফ হোসেন ও এম এম রানা।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার আছেন। এই জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধের প্রশ্নে তদন্তে দেখা যাচ্ছে যে, নারায়ণগঞ্জের সাত খুন মামলার কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ তারা জিয়াউল আহসান সম্পর্কে অনেক কথা ওই মামলায় বলেছেন। জিয়াউল আহসানের গুমসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তাঁদের জানা আছে। সে জন্য তদন্ত সংস্থা তাঁদের কারাগারে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার পর দায়ের করা মামলার নথি ট্রাইব্যুনাল তলব করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বর্তমান মামলা তদন্তের জন্য ওই মামলার নথি বিশ্লেষণ করা প্রয়োজন। এ জন্য ট্রাইব্যুনাল নথি তলব করেছেন।