হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকার উদ্দেশে বাড়ি ছেড়েছেন টাঙ্গাইল বিএনপির নেতা-কর্মীরা, গ্রেপ্তার ১০

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ১২ উপজেলার বিএনপি নেতা-কর্মীদের প্রায় কেউই বাড়িতে নেই। আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে তাঁরা এলাকা ছেড়েছেন। নানা উপায়ে নিজেদের সেফ জোনে রেখে তাঁরা সমাবেশে যোগ দিচ্ছেন। এদিকে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতিসহ ছয় উপজেলার ১০ জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এ তথ্য জানিয়েছেন।

বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী শনিবার ঢাকায় দলের মহাসমাবেশে যোগ দিতে টাঙ্গাইল থেকে দলের নেতা-কর্মীরা বাড়ি ছেড়েছেন। ১২টি উপজেলা থেকে এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার নেতা-কর্মী যোগ দেবেন। আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে ৩-৪ হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছে গিয়েছেন। এ ছাড়া অনেক কর্মী বিভিন্ন কৌশলে ঢাকা পৌঁছেছেন। কেউ দূরপাল্লার বাস, ট্রেন, প্রাইভেটকার ও ব্যক্তিগত গাড়িতে করে সমাবেশে যাচ্ছেন। আগামীকাল শুক্রবারের মধ্যে অন্যরা ঢাকা পৌঁছাবেন।

মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা কেউ বাড়িতে নেই। গ্রেপ্তার এড়িয়ে শনিবারের কর্মসূচি সফল করতে তাঁরা ঢাকা যাচ্ছেন। ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহানসহ মধুপুর-ধনবাড়ীর চারজনকে আটক করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দলটির এক নেতা বলেন, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ভয়ে নিকটাত্মীয়ের বাড়ি, শ্যালো মেশিন ঘর ও গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন। মহাসমাবেশ সামনে রেখে দূরপাল্লার যানবাহন বন্ধ করে দেওয়ার শঙ্কায় প্রতিবন্ধকতা এড়াতে ওই অবস্থা থেকেই তাঁরা ঢাকায় যাচ্ছেন। সবাই একসঙ্গে না গিয়ে বিভিন্নজন বিভিন্ন বাসে বিভিন্ন রুটে যাচ্ছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছি। ইতিমধ্যে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

ফরহাদ ইকবাল আরও বলেন, ইতিমধ্যে কালিহাতীতে একজন, দেলদুয়ারে দুজন, মধুপুরে দুজন, ধনবাড়ীতে দুজন, নাগরপুরে দুজন ও বাসাইলে একজনকে আটক করা হয়েছে। পরে গত বছরের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, যতই ধরপাকড় চলুক, হাসিনার পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব।’

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহমেদ বলেন, আটক ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

তবে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার দাবি করেন, বিএনপির ২৮ তারিখের সভাকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ডাকাতি বন্ধে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মধুপুর, এলেঙ্গা, গোড়াই, হামিদপুরে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে প্রতিদিনের মতো নিয়মিত তল্লাশি করা হচ্ছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ