গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের লোহাগাছ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, মরদেহটি চলন্ত ট্রেনের নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে গেছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুর রহমান জানান, ময়মনসিংহগামী কমিউটার চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।