হোম > সারা দেশ > ঢাকা

সায়েদাবাদে বাসা থেকে পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ সরদার গলির এই ভবনে ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, পাঁচতলা ওই ভবনের একটি রুমে আব্দুল খালেক একাই ভাড়া থাকতেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতের শরীরে কোনো কাপড় ছিল না। এ ছাড়া মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা রয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে সামনের দরজা ভেতর থেকে বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত আব্দুল খালেকের সহকর্মী এনামুল হক বলেন, আব্দুল খালেক অবিবাহিত ছিলেন। ওই বাসার পাঁচতলার একটি রুমে একাই ভাড়া থাকতেন। আব্দুল খালেক ঢাকা-চট্টগ্রাম রোডের সুজন পরিবহনে অনলাইনে কাজ করতেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিল। গত পরশু সুজন পরিবহন থেকে আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে পাচ্ছিল না তারা। 

পরে আজকে তার ভাড়া বাসায় গিয়ে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা-পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির বাড়ি নাটোর জেলায়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার