হোম > সারা দেশ > ঢাকা

সায়েদাবাদে বাসা থেকে পরিবহনশ্রমিকের লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ সরদার গলির এই ভবনে ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, পাঁচতলা ওই ভবনের একটি রুমে আব্দুল খালেক একাই ভাড়া থাকতেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতের শরীরে কোনো কাপড় ছিল না। এ ছাড়া মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা রয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করে সামনের দরজা ভেতর থেকে বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত আব্দুল খালেকের সহকর্মী এনামুল হক বলেন, আব্দুল খালেক অবিবাহিত ছিলেন। ওই বাসার পাঁচতলার একটি রুমে একাই ভাড়া থাকতেন। আব্দুল খালেক ঢাকা-চট্টগ্রাম রোডের সুজন পরিবহনে অনলাইনে কাজ করতেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিল। গত পরশু সুজন পরিবহন থেকে আব্দুল খালেকের মোবাইলে ফোন দিয়ে পাচ্ছিল না তারা। 

পরে আজকে তার ভাড়া বাসায় গিয়ে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা-পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির বাড়ি নাটোর জেলায়।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল