হোম > সারা দেশ > ঢাকা

‘পরীক্ষা দেওয়াটাই এখন বড় পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে আজ শুক্রবার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১২টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে চলছে একাধিক পরীক্ষা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে সকাল ১০টায় শুরু হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) স্টোরকিপার পদের পরীক্ষা। একই সময়ে ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এনএসআইয়ের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা। 

কথা হয় নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী খুসবু আক্তারের সঙ্গে। তিনি বলেন, `আজ সারা দিনে আমার তিনটি পরীক্ষা। সকালে দুটো। বিকেলে একটা। পরীক্ষা দেওয়াটাই এখন বড় এক পরীক্ষা।' 

আরেক প্রার্থী কামরুল হাসান বলেন, 'আমার সকালে দুইটা পরীক্ষা ছিল। একটা বাদ দিছি। টাকা খরচ কইরা পরীক্ষার আবেদন কইরাও সব পরীক্ষা দিতে পারলাম না।' 

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে অপেক্ষারত অভিভাবক আবদুস সালাম জানান, তাঁর মেয়ে বরিশাল থেকে পরীক্ষা দিতে এসেছেন। সকালে দুটো পরীক্ষা থাকায় একটা বাদ দিতে হয়েছে তাঁকে। 

নিয়োগ পরীক্ষার এই জট এড়াতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দাবি জানান প্রার্থী ও অভিভাবকেরা। তাঁরা বলেন, তিন-চারটি প্রতিষ্ঠানের অধীনে সব পরীক্ষা নেওয়া হলে সবার জন্যই ভালো হতো। বর্তমানে পিএসসি ও বাংলাদেশ ব্যাংকের অধীনে যেভাবে নিয়োগ পরীক্ষা হচ্ছে, সারা দেশে সেই পদ্ধতি অনুসরণ সময়ের দাবি বলে মনে করছেন নিয়োগপ্রত্যাশীরা। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক