হোম > সারা দেশ > ঢাকা

সম্বন্নিত উদ্যোগের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোর উন্নতি করতে হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাইরের টুরিস্টদের দেশের পর্যটন কেন্দ্রে আনতে হলে পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ তুলে ধরার পরামর্শ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মেলায় এ কথা বলেন তিনি।

মাহবুব আলী বলেন, সম্বন্নিত উদ্যোগের মাধ্যমে উন্নতি করতে হবে। বিদেশি টুরিস্ট অবশ্যই আসবে। সেই পরিবেশটা তুলে ধরতে হবে। এ ছাড়া একটি মাস্টার প্ল্যান এই মাসেই তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। 

কোভিডের পর এমন মেলা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোনো জায়গাই একদিনে হয়নি। টেমস নদী দেখতে হাজারো মানুষ যায়, টেমস আগে দুর্গন্ধযুক্ত ছিল। সেখান থেকে আজকে এই পর্যায়ে আসছে। আমরাও উন্নত হব। 

মাস্টারপ্ল্যান তুলে ধরতে অনেক সময় লাগার কারণ জানতে চাইলে মাহবুব আলী বলেন, ২০১৯ সালে কাজ শুরু করার পর করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এর কাজ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এই ডিসেম্বরেই তা সবার সামনে তুলে ধরা হবে। 

নিউইয়র্কে ফাইট চালু করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সমস্ত প্রস্তুতিই আছে। এটা এখন একটা প্রেস্টিজ ইস্যু। কয়েকটা অডিট বাকি আছে সেগুলো দ্রুতই সম্পন্ন হবে এরপর ফাইট চালু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আবদুস সালাম আরেফ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও সম্পর্ক তৈরি হবে এবং দেশের জনসাধারণ বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্যাকেজ ও এয়ার টিকিট সম্পর্কে জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ইউ এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম বলেন, শুধু ব্যবসায়ী মানসিকতায় নয়, আমরা মানবিক থাকারও চেষ্টা করেছি। ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন কেউ অসুস্থতায় পরে আর্থিক সহায়তার দরকার হলে ইউএস বাংলা তাদের সেই আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি। 

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড টুরিজম এক্সপো (বিআইটিটিই) নামে শুরু হওয়া আয়োজনটি আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান