হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরা বনশ্রীতে সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে রিজন খান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৩টার দিকে তিনি মারা যায়। 

রিজনের রুমমেট মো. সম্রাট খান রাজ জানায়, বনশ্রীর ওই বাসার সাত তলা বাসার সাতলায় ৬ জন মিলে মেস করে থাকে। রিজনের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানায়। তিনি জয়পুরহাটের একটি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ত। 

রাজ আরও জানায়, গত দুই বছর আগে থেকেই রিজন আমাদের মেসে থাকতে শুরু করে। মাঝখানে পরীক্ষার জন্য দেশে যায়। গত ডিসেম্বর আবার ঢাকায় আসে চাকরির জন্য। বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছিল। আজ দুপুরে ছাদে কাপড় নেড়ে দিতে যায়। হঠাৎ নিচ থেকে খবর পাই রিজন ছাদ থেকে পড়ে গেছে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। 

রাজ জানায়, রিজন কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তিনি ইচ্ছাকৃতভাবে লাফিয়ে পড়েছে নাকি অসাবধানতা বসত পড়ে গেছে তা বলতে পারছি না। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা-পুলিশ তদন্ত করবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ