হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জ অগ্নিকাণ্ড : আরও ২১টি মরদেহের হস্তান্তর শুরু

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে আরও ২১টি মরদেহ আজ শনিবার স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এর আগে গত বুধবার ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে সিআইডি।

আজ শনিবার যে ২১টি মরদেহ হস্তান্তর করা হবে তারা হলেন, যে ২১ জনের মরদেহ হস্তান্তর করা হবে- মাহমুদা আক্তার- কিশোরগঞ্জ, মোছা. সান্তা মনি-নেত্রকোনা, মাহবুবুর রহমান-রাজশাহী, জিহাদ রানা- জামালপুর, রহিমা আক্তার- কিশোরগঞ্জ, মিনা খাতুন- কিশোরগঞ্জ, মো. নোমান- ভোলা, আমেনা আক্তার কিশোরগঞ্জ, মোছা. রাবেয়া আক্তার- কিশোরগঞ্জ, মো. রহিমা- কিশোরগঞ্জ, মো. আকাশ মিয়া- নোয়াখালী, নাজমুল হোসেন- কিশোরগঞ্জ, কম্পা রানী বর্মন- মৌলভীবাজার, স্বপন মিয়া- নীলফামারী, শেফালী রাণি সরকার- হবিগঞ্জ, আমৃতা বেগম- হবিগঞ্জ, মো. শামীম- ভোলা, মোছা. সেলিনা আক্তার- কিশোরগঞ্জ, মোছা. তাসলিমা আক্তার- কিশোরগঞ্জ, মোছা. ফাকিমা- কিশোরগঞ্জ ও মো. হাসনাইন- ভোলা।

মর্গ সহকারী মো. সেকেন্দার আলী জানান, গতকাল শুক্রবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা ১৫টি মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। এ ছাড়া ঢামেকের জরুরি বিভাগের ফ্রিজে রাখা ৮টি মরদেহ শুক্রবার বিকেলে মর্গে নিয়ে আসা হয়। শনিবার এই মর্গ থেকেই স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বুধবার সিআইডির এডিশনাল ডিআইজি ইমাম হোসেন সাংবাদিকদের  বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮টি পোড়া মৃতদেহের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার মাধ্যমে ৪৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৩টি মরদেহের পরিচয় শনাক্ত প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১টি মরদেহের হস্তান্তর প্রক্রিয়া আজ শুরু হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট