হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালী জংশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

ঢাকা থেকে খুলনা ও বেনাপোলগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলাবাসীর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দিকে কালুখালী জংশনে ঘণ্টাব‍্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচল করা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ীর মধ্যে শুধু রাজবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। এ ছাড়া রাজবাড়ী ও কোর্ট কুষ্টিয়ার মধ্যে আর কোনো যাত্রাবিরতি নেই। এতে এই অঞ্চলের মানুষ ট্রেন দুটির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এসব কারণে কালুখালী জংশন স্টেশন দিয়ে চলাচল করা সব ট্রেনের সঙ্গে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীনসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট