হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালী জংশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

ঢাকা থেকে খুলনা ও বেনাপোলগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলাবাসীর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দিকে কালুখালী জংশনে ঘণ্টাব‍্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচল করা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ীর মধ্যে শুধু রাজবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। এ ছাড়া রাজবাড়ী ও কোর্ট কুষ্টিয়ার মধ্যে আর কোনো যাত্রাবিরতি নেই। এতে এই অঞ্চলের মানুষ ট্রেন দুটির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এসব কারণে কালুখালী জংশন স্টেশন দিয়ে চলাচল করা সব ট্রেনের সঙ্গে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীনসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক