প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মীদে মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার। মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা প্রথম সেমিস্টার/বর্ষে অধ্যয়নরত, এমন শিক্ষার্থী এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার/বর্ষে অধ্যয়নরত রয়েছে, সেসব শিক্ষার্থীর মধ্য থেকে নির্ধারিতসংখ্যক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিটি এরই মধ্যে বিভিন্ন দৈনিকে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে।