হোম > সারা দেশ > ঢাকা

সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল গ্রামের মো. আউয়ালের বড় মেয়ে। আউয়াল মুন্সিগঞ্জে অটোরিকশা চালান। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন তলা ভবনের নিচ তলায় থাকেন আউয়াল। সন্ধ্যা ৬টার দিকে বিকট শব্দে হলে আশপাশের লোকজন এগিয়ে কিশোরী আফরোজা আক্তারকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আউয়াল বলেন, ‘আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় এ দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে আমার মেয়ে মারা গেছে। পাশে পাকের ঘরে থাকায় আমার স্ত্রী ও ছোট মেয়ে বেঁচে গেছে।’ 

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, মানিকপুর ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখছিল। এ সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণে সে নিহত হয়। রুমের বাইরে থাকায় তার ছোট বোন বেঁচে যায়। কিশোরীর মা রুমি বেগম পাকঘরে রান্না করছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ