হোম > সারা দেশ > ঢাকা

সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল গ্রামের মো. আউয়ালের বড় মেয়ে। আউয়াল মুন্সিগঞ্জে অটোরিকশা চালান। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন তলা ভবনের নিচ তলায় থাকেন আউয়াল। সন্ধ্যা ৬টার দিকে বিকট শব্দে হলে আশপাশের লোকজন এগিয়ে কিশোরী আফরোজা আক্তারকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আউয়াল বলেন, ‘আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় এ দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে আমার মেয়ে মারা গেছে। পাশে পাকের ঘরে থাকায় আমার স্ত্রী ও ছোট মেয়ে বেঁচে গেছে।’ 

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, মানিকপুর ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখছিল। এ সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণে সে নিহত হয়। রুমের বাইরে থাকায় তার ছোট বোন বেঁচে যায়। কিশোরীর মা রুমি বেগম পাকঘরে রান্না করছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে