হোম > সারা দেশ > ঢাকা

শোক দিবসের তবারক নিয়ে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

প্রতিনিধি, সাভার

শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের তবারক বিতরণ নিয়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আশুলিয়ায় কৃষক লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করায় খাবার বিতরণকারীরা এমনটি ঘটায় বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। 

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণকালে দুই পক্ষ খাবার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ছুড়ে ফেলেন কর্মীরা। হাতাহাতির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন আশুলিয়া থানা কৃষকলীগ সভাপতি মো. মহসিন করিম। তাঁর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কর্মীরা। শেষ পর্যন্ত খাবার বিতরণ বন্ধ রেখে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। 

প্রতক্ষদর্শী মাসুম বলেন, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর খাবার বিতরণ শুরু হয়। এ সময় খাবার বিতরণকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। অন্য লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। 

এ ব্যাপারে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি মহসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ের ফোনই বন্ধ করে দেন। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির