হোম > সারা দেশ > ঢাকা

শোক দিবসের তবারক নিয়ে সংঘর্ষ, চেয়ার ছোড়াছুড়ি

প্রতিনিধি, সাভার

শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের তবারক বিতরণ নিয়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আশুলিয়ায় কৃষক লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খাবার বিতরণের সময় নেতাকর্মীরা হুড়োহুড়ি শুরু করায় খাবার বিতরণকারীরা এমনটি ঘটায় বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি। 

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটি। দোয়া মাহফিল শেষে খাবার বিতরণকালে দুই পক্ষ খাবার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চেয়ার ছুড়ে ফেলেন কর্মীরা। হাতাহাতির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন আশুলিয়া থানা কৃষকলীগ সভাপতি মো. মহসিন করিম। তাঁর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কর্মীরা। শেষ পর্যন্ত খাবার বিতরণ বন্ধ রেখে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। 

প্রতক্ষদর্শী মাসুম বলেন, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর খাবার বিতরণ শুরু হয়। এ সময় খাবার বিতরণকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। অন্য লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। 

এ ব্যাপারে জাতীয় কৃষক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি মহসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ের ফোনই বন্ধ করে দেন। 

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ