হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্রকে নির্যাতনের অভিযোগে ৩ ছাত্র হল থেকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র আকতারুল ইসলামকে গত ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে তিন ছাত্রকে ছয় মাসের জন্য ‘বিজয় ৭১’ হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শাহ মিরান ও বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির।

বহিষ্কৃত ছাত্ররা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল ও সমাজকল্যাণ বিভাগের মো. ইয়ামিন ইসলাম।

বহিষ্কৃত ছাত্রদের সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী এবং সংগঠনটির হল কমিটির সাধারণ সম্পাদক আবু ইউনুসের ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শাহ মিরান বলেন, ‘আমরা বাদী-বিবাদীর কথা শুনেছি, সিসিটিভি ফুটেজ দেখেছি, সব তথ্য যাচাই-বাছাই করেই নির্ধারিত সময়ের মধ্যেই হল প্রভোস্টের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমরা তিনজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছি। বাকি তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের জড়িত না থাকার বিষয়টি বাদীও নিশ্চিত করেছেন।’

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন