হোম > সারা দেশ > ঢাকা

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু।

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ