হোম > সারা দেশ > ঢাকা

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।

তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু।

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে