হোম > সারা দেশ > ঢাকা

পুবাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুবাইল থানার মীরের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম রিমন বড়ুয়া (২৯)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার ভান্ডারগাঁও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ-টঙ্গী এলাকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে মীরের বাজার থেকে গাজীপুর মহানগরীর ভোগড়ার দিকে যাচ্ছিলেন রিমন। পথে তিনি মীরের বাজার এলাকার পুবাইল সেন্ট্রাল কলেজের সাইনবোর্ডের পূর্ব পাশের রাস্তায় পৌঁছালে মেট্রোকম সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। পরে ওই কাভার্ড ভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 
 
জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯