হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার দায়ে দুই ইউনিয়নের তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে তাঁদের এই জরিমানা করা হয়।

উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান সাদ্দাম খানকে ৮০ হাজার টাকা এবং মো. আজহারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোহসেন উদ্দীন সোহেল ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠক করার খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম খান ও আজহারুল ইসলাম এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল ব্যাপারীকে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পরে বন্দরখোলা ইউনিয়নে অধিকসংখ্যক লোক নিয়ে বৈঠকরত অবস্থায় পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের জরিমানা করা হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। নির্বাচনে কোনোরূপ আচরণবিধি ভঙ্গের খবর পেলেই অভিযান চালানো হচ্ছে।’ 

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই ইউপিতে ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯