হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে ইউপি সদস্যের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

শরীয়তপুর ও নড়িয়া প্রতিনিধি

গত বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুরের নড়িয়ার ৫ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন বাদশা মুন্সী। আজ শুক্রবার তিনি বিজয় মিছিল বের করেন।

অভিযোগ উঠেছে, পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁর বিজয় মিছিলে হামলা চালিয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবনির্বাচিত ইউপি সদস্য বাদশা মুন্সীসহ ১৫ জন আহত হন। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। তাঁরা হলেন-লোকমান মুন্সী (৪৫), নাছির হাওলাদার (৪০) এবং কমলা বেগম (৬০)। 

নড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বাদশা মুন্সী এলাকায় বিজয় মিছিল বের করেন। মিছিলটি নশাসনের নলিকান্দি গ্রামে পৌঁছলে পরাজিত প্রার্থী রহমাম মাদবরের নেতৃত্বে হামলা চালানো হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল পাঠানো হয়েছে। 

বাদশা মুন্সী বলেন, ‘নেতা-কর্মীদের নিয়ে গ্রামবাসীর সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলাম। কয়েকটি বাড়িতে দেখাও করেছি। নলিকান্দি এলাকায় আসলে সেখানে পরাজিত প্রার্থী রহমান মাদবর ও তার সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১৫ কর্মী আহত হন। এর আগে গতকাল রাতে রহমান মাদবর আমাকে মারার জন্য বাড়িতে মিটিং করে। সে তাঁর পরাজয় মেনে নিতে পারেনি।’ 

পরাজিত সদস্য প্রার্থী রহমান মাদবর বলেন, ‘বাদশা মুন্সির লোকেরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ‘হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল