হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে ইউপি সদস্যের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

শরীয়তপুর ও নড়িয়া প্রতিনিধি

গত বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুরের নড়িয়ার ৫ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন বাদশা মুন্সী। আজ শুক্রবার তিনি বিজয় মিছিল বের করেন।

অভিযোগ উঠেছে, পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁর বিজয় মিছিলে হামলা চালিয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নবনির্বাচিত ইউপি সদস্য বাদশা মুন্সীসহ ১৫ জন আহত হন। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। তাঁরা হলেন-লোকমান মুন্সী (৪৫), নাছির হাওলাদার (৪০) এবং কমলা বেগম (৬০)। 

নড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বাদশা মুন্সী এলাকায় বিজয় মিছিল বের করেন। মিছিলটি নশাসনের নলিকান্দি গ্রামে পৌঁছলে পরাজিত প্রার্থী রহমাম মাদবরের নেতৃত্বে হামলা চালানো হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল পাঠানো হয়েছে। 

বাদশা মুন্সী বলেন, ‘নেতা-কর্মীদের নিয়ে গ্রামবাসীর সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলাম। কয়েকটি বাড়িতে দেখাও করেছি। নলিকান্দি এলাকায় আসলে সেখানে পরাজিত প্রার্থী রহমান মাদবর ও তার সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১৫ কর্মী আহত হন। এর আগে গতকাল রাতে রহমান মাদবর আমাকে মারার জন্য বাড়িতে মিটিং করে। সে তাঁর পরাজয় মেনে নিতে পারেনি।’ 

পরাজিত সদস্য প্রার্থী রহমান মাদবর বলেন, ‘বাদশা মুন্সির লোকেরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’ 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ‘হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন