হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু উদ্ধার, ২ দিন পর মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে তৃষা (৯) নামে এক মেয়েশিশুকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সে মারা যায়।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৃষা উপজেলার ভাটপাড়া গ্রামের আবু ভূইয়ার ছোট মেয়ে। সে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ মৃত্যুর ঘটনায় আজ রোববার বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টায় তৃষার মা তাঁর বড় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের সিলিং ফ্যানে সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে এবং বাঁচার জন্য ছটফট করছে।

এ সময় বাড়িতে কোনো লোকজন না থাকায় তৃষার মা ও ভাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তৃষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইল থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর টানা দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেল সাড়ে ৪ টায় তৃষার মৃত্যু হয়।

পরিবারের দাবি শিশু তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নানা ধরনের শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান তারা।

এ ব্যাপারে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার শিশু তৃষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ