হোম > সারা দেশ > নরসিংদী

ভাড়া নিয়ে তর্কে ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, যাত্রী আটক 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজারে এ হত্যার ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজয় দাস (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি ওই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহত ইউনুস মিয়া (৩৭) রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

নিহতের স্ত্রী আকলিমা বেগম আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো আজ দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন তাঁর স্বামী ইউনুছ মিয়া। সন্ধ্যায় তাঁকে ছুরিকাঘাতে হত্যার খবর পান তাঁরা। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ইউনুছ মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান। 
 
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দদাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির