হোম > সারা দেশ > ঢাকা

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল ১ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ মেয়াদ বাড়ান। 

আজ আদালতে সম্রাট হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিন স্থায়ী করার আবেদন জানালে আদালত জামিন বর্ধিত করেন। অন্যদিকে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ ধার্য করেন। 

এই নিয়ে নয়বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। গত ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর ও ১১ ডিসেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি। 

এদিকে সম্রাটের পাসপোর্ট সম্রাটের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আবেদনে বলা হয় সম্রাট গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, এই কারণে পাসপোর্ট জিম্মায় নিতে ইচ্ছুক। ওই আবেদনও আগামী ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়। 

সম্রাট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছর ২২ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত। এ সময় তিনি বিদেশ যেতে পারবেন না। এর আগে গত বছর ২৪ মে সম্রাট আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়। 

গত বছর ১৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। 

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ