হোম > সারা দেশ > গাজীপুর

বাস পোড়ানোর মামলা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম। 

অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন। 

মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়। 

এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন। 

একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’ 

শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’ 

আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা, ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদলের বিক্ষোভ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

প্রতিপক্ষ পেছন দিক থেকে আঘাত করার অপচেষ্টা করছে: রিজওয়ানা হাসান

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা