হোম > সারা দেশ > টাঙ্গাইল

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে রেলসেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই জায়েদ। 

নিহত প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি তমা কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জনির বাড়ি কালিহাতী উপজেলার খড়শিলা গ্রামে। 

নির্মাণাধীন রেললাইনের কর্মীরা জানান, জাবের তমা কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। বিকেলে নির্মাণাধীন নতুন রেললাইনের কাজ শেষে মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে জাবেরকে ধাক্কা দেয়। এ সময় তাঁর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

তবে এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি