হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত। দিনরাত বালু উত্তোলনের ফলে চরটি ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।

বালুমহাল ঘোষণার প্রতিবাদ এবং বালু উত্তোলন বন্ধ ও কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

চরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাজকর্ম বন্ধ রেখে প্রায় ১০ হাজার বাসিন্দা ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। তাঁরা ‘বানের জলে ডুবি-ভাসি, শুনেছ কি আর্তনাদ? বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, ‘দাবি মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই’, ‘রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করেন চরের বাসিন্দারা। এ সময় কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, ‘বালুখেকোদের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কাঁচিকাটা চরটি আজ হুমকির মুখে পড়েছে। পদ্মার ভাঙনে চরের বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। তার ওপর আবার প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, কাঁচিকাটাকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা বন্ধ, পদ্মা নদী থেকে বৈধ বা অবৈধ হোক, সব প্রকার বালু উত্তোলন বন্ধ এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল