হোম > সারা দেশ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

ঢাবি সংবাদদাতা

শাহরিয়ার আলম সাম্য

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত শাহরিয়ার আলম সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাইক আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৮-১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সাম্যের মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত হন।

সাম্যের বন্ধু বায়েজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কালী মন্দিরসংলগ্ন ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম। তখন হঠাৎ দুর্বৃত্তদের হামলার শিকার হই। সাম্য ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। পরে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সাম্যকে ঢামেকে নেওয়া হয়, তবে সেখানে তিনি মারা যান। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

নিহতের সহপাঠি আশরাফুল ইসলাম রাফি জানান, সাম্য থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব