হোম > সারা দেশ > রাজবাড়ী

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তার দাফন সম্পন্ন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা রেজওয়ান রুশদির দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে তাঁকে দাফন করা হয়।

রেজওয়ান রুশদি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বিকেল সোয়া ৩ টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্সের হেলিকপ্টারে তাঁর মরদেহ রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে বিকেল ৫টার দিকে তাঁকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় আহত হয়েছেন এক র‍্যাব সদস্যও।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু