হোম > সারা দেশ > রাজবাড়ী

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তার দাফন সম্পন্ন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা রেজওয়ান রুশদির দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে তাঁকে দাফন করা হয়।

রেজওয়ান রুশদি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি বাংলাদেশ বিমান বাহিনীরও কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বিকেল সোয়া ৩ টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্সের হেলিকপ্টারে তাঁর মরদেহ রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা শুকরিয়া মেডিকেল (চক্ষু) হাসপাতাল চত্বরে বিকেল ৫টার দিকে তাঁকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় আহত হয়েছেন এক র‍্যাব সদস্যও।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১