হোম > সারা দেশ > ঢাকা

শিশু হাসপাতালে ঘুষ না দেওয়ায় রোগীর স্বজনকে মারধর, গ্রেপ্তার ৩ আনসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এক মাস বয়সী শিশু আবরাহাম সিহানকে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালে আসেন মা লিমা আক্তারসহ স্বজনেরা। চিকিৎসক দেখার পর টেস্ট দেন। টেস্টে নিউমোনিয়া ধরা পড়ে। কিন্তু হাসপাতালে সিট নেই বলে অন্য হাসপাতালে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। 

এটাই ছিল হাসপাতালের আনসার সদস্যদের ঘুষ-বাণিজ্যের অন্তিম মুহূর্ত। টাকা দিলে এই হাসপাতালেই সিটের ব্যবস্থা করে দেবেন এমন প্রস্তাব দেন আনসার সদস্যরা। কিন্তু ঘুষ দিতে না চাওয়ায় ও টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের সিট কেন নিতে হবে—এমন প্রশ্ন তোলায় শিশু আবরাহাম সিহানের মামা রবিনকে বেধড়ক মারপিট করে আনসার সদস্যরা। অসুস্থ শিশুটির মা লিমা আক্তার ও নানি শাহনাজ বেগমের গায়েও আনসার সদস্যরা হাত তোলেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর ৩ আনসার সদস্যকে থানায় তুলে নিয়ে যায় শেরে বাংলা নগর থানা-পুলিশ। 

শিশুর খালা সিমা আক্তার জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুকে নিয়ে শনিবার সকালে আগারগাঁও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে টেস্ট দেয়। টেস্টের রিপোর্টে আসে নিউমোনিয়া। চিকিৎসকের পরামর্শ হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। কিন্তু এই হাসপাতালে সিট নেই। অন্য কোনো হাসপাতালে সিট দেখার কথা বলেন তিনি। 

সিমা আক্তার বলেন, ‘বাইরে এসে আমরা কি করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত সদস্যরা (আনসার) আসে। তাঁরা টাকা দাবি করেন। বলেন, টাকা দিলে সিটের ব্যবস্থা করে দেবেন। এ কথা শুনে আমার পরিবারের ভাই-বোন বলেন, টাকার বিনিময়ে কেন সিট দেবেন। একটা শিশু মুমূর্ষু অবস্থায় আছে। অথচ আপনারা টাকা চান কীভাবে। এ রকম করে ঘুষ খেলে তো চলে না। এ কথা বলতেই ছোট ভাই রবিনকে আনসার সদস্যরা মারধর শুরু করে।’ 

সিমা আরও বলেন, ‘আমার বোন ও মায়ের গায়েও হাত তোলা হয়। অসুস্থ শিশুটিকে পর্যন্ত কোল থেকে মাটিতে ফেলে দেওয়া হয়। আপুর কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল হাওয়া হয়ে গেছে মারামারি, ধাক্কাধাক্কি ধস্তাধস্তির মধ্যে। পরে শেরে বাংলা নগর থানায় খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশ আসে। তিনজন আনসারকে থানায় নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ করেছি। থানা থেকে বলেছে বিকেলে মামলা করার জন্য। আমরা আর ওই হাসপাতালে চিকিৎসা কিংবা ভর্তির চেষ্টাও করিনি। শিশু আবরাহামকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ আনসার সদস্যকে ডেকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগকারী পরিবারকে থানায় আসতে বলেছি। তারা এখনো থানায় আসেননি। মারামারির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে