হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে হরতালের সমর্থনে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি ওই স্থানে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। বাসের ভেতরে থাকা কয়েকজন যাত্রী আগুন লাগানোর বিষয়টি বুঝতে পেরে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটি চালক জানিয়েছেন। তাদের মধ্যে থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু