বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে শাখা সড়কে প্রথম অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে শ্রমিকেরা এখনো শাখা সড়কে অবস্থান করছেন বলে জানা গেছে।
কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক।
একপর্যায়ে কারখানা থেকে বেড়িয়ে সামনের শাখা সড়কে অবস্থান নেন। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে পুলিশ গিয়ে তাঁদের বেতনের আশ্বাস দিলেও শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান করেন।
কারখানা মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।