হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার নতুন ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তাঁদের সবার মোবাইল বন্ধ করে রাখায় যোগাযোগ করা যাচ্ছে না। ভুল ঠিকানা দেওয়ায় তাঁদের খোঁজও মিলছে না। এমন পরিস্থিতিতে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয় সকলের মোবাইল বন্ধ করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তাঁরা ঠিকানাটাও ভুল দিয়েছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক সে বিষয়ে সব ইউনিয়নে জানানো হবে। নতুন করে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে বা উপজেলায় না করতে দেওয়া হয় সেদিকেও আমরা পরামর্শ দেব। বিদেশ থেকে যদি কেউ আসে তাঁরা যদি সরাসরি তাঁদের বাড়িতে না যায় সেদিকও মনিটরিংয়ে রাখা হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁদের করণীয় নিয়েও নির্দেশনা দেওয়া হবে। 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন দুই দিন পিছিয়ে শনিবার, থাকবে বিআরটিসির বাস সার্ভিস

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ