হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার নতুন ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তাঁদের সবার মোবাইল বন্ধ করে রাখায় যোগাযোগ করা যাচ্ছে না। ভুল ঠিকানা দেওয়ায় তাঁদের খোঁজও মিলছে না। এমন পরিস্থিতিতে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয় সকলের মোবাইল বন্ধ করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তাঁরা ঠিকানাটাও ভুল দিয়েছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক সে বিষয়ে সব ইউনিয়নে জানানো হবে। নতুন করে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে বা উপজেলায় না করতে দেওয়া হয় সেদিকেও আমরা পরামর্শ দেব। বিদেশ থেকে যদি কেউ আসে তাঁরা যদি সরাসরি তাঁদের বাড়িতে না যায় সেদিকও মনিটরিংয়ে রাখা হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁদের করণীয় নিয়েও নির্দেশনা দেওয়া হবে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট