হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার নতুন ওমিক্রন ধরন শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে গত এক মাসে ২৪০ জন বাংলাদেশে এসেছেন। তাঁদের সবার মোবাইল বন্ধ করে রাখায় যোগাযোগ করা যাচ্ছে না। ভুল ঠিকানা দেওয়ায় তাঁদের খোঁজও মিলছে না। এমন পরিস্থিতিতে তাঁদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ২৪০ জন মানুষ এসেছেন। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আফসোসের বিষয় সকলের মোবাইল বন্ধ করে রেখেছেন। তাঁদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলতে হয়েছে। তাঁরা ঠিকানাটাও ভুল দিয়েছে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সব জেলা কমিটিগুলোকে চিঠি দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক সে বিষয়ে সব ইউনিয়নে জানানো হবে। নতুন করে কোনো অনুষ্ঠান গ্রামগঞ্জে বা উপজেলায় না করতে দেওয়া হয় সেদিকেও আমরা পরামর্শ দেব। বিদেশ থেকে যদি কেউ আসে তাঁরা যদি সরাসরি তাঁদের বাড়িতে না যায় সেদিকও মনিটরিংয়ে রাখা হবে। মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তাঁদের করণীয় নিয়েও নির্দেশনা দেওয়া হবে। 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার