হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ধনু নদে নৌকা ডুবে নারীর মৃত্যু, নিখোঁজ শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা ডুবে মহল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের এলংজুরি বাজার ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোহান (৩) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

মৃত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী। 

নিখোঁজ সোহান একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা করিমগঞ্জের চামড়াঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওই নারী ও শিশু নৌকার ভেতরেই আটকে যায়। পরে স্থানীয় লোকজন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে সোহান নামে শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯