হোম > সারা দেশ > নরসিংদী

বিয়ের জন্য চাপ দেওয়ায় তরুণীকে পেটানোর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) তাঁর প্রেমিক লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। 

আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর মৃধা (২০)। 

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলে রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে বিয়ে করার জন্য চাপ দেওয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিলেন না। উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। এতে তিনি অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিনারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া বলেন, ‘জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ওই মেয়েকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেয়েটির জ্ঞান ফিরলে তাঁর পরিচয় জেনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।’ 

এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ