হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে ২ বন্ধুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সনমানিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৬ ঘণ্টার চেষ্টায় তাদের মৃতদেহ উদ্ধার করে। 

মারা যাওয়া দুজন হলেন—সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্ৰামের আলতাফ হোসেন ছেলে ফাহাদ হোসেন (১৭) একই গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৮)। 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আট বন্ধু মিলে ওই নদে গোসল করতে যায়। সনমানিয়া সেতু এলাকায় বানার ও ব্রহ্মপুত্র দুই নদের মোহনায় স্রোতের সঙ্গে তারা দুজন ভেসে যেতে থাকে। একসময় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। 

কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পানিতে ডুবে দুই নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংবাদ পাঠানো হয়। কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দল পায় ছয় ঘণ্টা উদ্ধার চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘পানিতে ডুবে দুজনের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে নিহতদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন