হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে ২ বন্ধুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সনমানিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৬ ঘণ্টার চেষ্টায় তাদের মৃতদেহ উদ্ধার করে। 

মারা যাওয়া দুজন হলেন—সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্ৰামের আলতাফ হোসেন ছেলে ফাহাদ হোসেন (১৭) একই গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৮)। 

স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আট বন্ধু মিলে ওই নদে গোসল করতে যায়। সনমানিয়া সেতু এলাকায় বানার ও ব্রহ্মপুত্র দুই নদের মোহনায় স্রোতের সঙ্গে তারা দুজন ভেসে যেতে থাকে। একসময় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ছয়টার দিকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। 

কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পানিতে ডুবে দুই নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিক টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংবাদ পাঠানো হয়। কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি দল পায় ছয় ঘণ্টা উদ্ধার চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘পানিতে ডুবে দুজনের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে নিহতদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব