হোম > সারা দেশ > ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার হওয়া নীলগাই সাফারি পার্কে হস্তান্তর 

গাজীপুরের শ্রীপুরে উদ্ধার করা বিরল প্রজাতির নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের দুই মাস পর সুস্থ হওয়ায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অধিদপ্তরের অধীনে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারীর কাছে নীলগাইটি হস্তান্তর করেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবির অন্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের কর্মকর্তারা।

কমান্ডার মহিউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর বিজিবির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে রহনপুর বিজিবি-৫৯। এলাকাবাসীর ধাওয়া খেয়ে নীলগাই শারীরিকভাবে জখম হয়। দীর্ঘদিন না খেয়ে দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়েছিল। বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বিজিবির নিজস্ব ভেটেরিনারি চিকিৎসায় সুস্থ করে। পরে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বন্য প্রাণী অপরাধ দমনের গাজীপুরের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী জানান, বিজিবি একটি নীলগাই হস্তান্তর করেছে। এটি পুরুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ তথ্য বিজিবির কাছ থেকে নেন।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন