হোম > সারা দেশ > ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার হওয়া নীলগাই সাফারি পার্কে হস্তান্তর 

গাজীপুরের শ্রীপুরে উদ্ধার করা বিরল প্রজাতির নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের দুই মাস পর সুস্থ হওয়ায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অধিদপ্তরের অধীনে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারীর কাছে নীলগাইটি হস্তান্তর করেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবির অন্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের কর্মকর্তারা।

কমান্ডার মহিউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর বিজিবির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে রহনপুর বিজিবি-৫৯। এলাকাবাসীর ধাওয়া খেয়ে নীলগাই শারীরিকভাবে জখম হয়। দীর্ঘদিন না খেয়ে দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়েছিল। বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বিজিবির নিজস্ব ভেটেরিনারি চিকিৎসায় সুস্থ করে। পরে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বন্য প্রাণী অপরাধ দমনের গাজীপুরের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী জানান, বিজিবি একটি নীলগাই হস্তান্তর করেছে। এটি পুরুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ তথ্য বিজিবির কাছ থেকে নেন।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪