হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাঁওয়ের সিপাহিবাগে আইসক্রিম ফ্যাক্টরির গলিতে থাকতেন রাজীব। অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

এসআই বলেন, ‘ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক