হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাঁওয়ের সিপাহিবাগে আইসক্রিম ফ্যাক্টরির গলিতে থাকতেন রাজীব। অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

এসআই বলেন, ‘ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড