হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রাজীব (৩৮) নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে। বাবার নাম আইয়ুব আলী। এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী লাকি বেগমকে নিয়ে খিলগাঁওয়ের সিপাহিবাগে আইসক্রিম ফ্যাক্টরির গলিতে থাকতেন রাজীব। অটোরিকশা ভাড়ায় চালাতেন তিনি। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাস্তায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় রামপুরা থেকে মালিবাগগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। 

এসআই বলেন, ‘ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। রাজীবের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন