হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অস্ত্রসহ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

মিরপুর থানা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোক জড়ো করে মিরপুর-২ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়—দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা ছাত্রদলের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে হামলার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন