হোম > সারা দেশ > গাজীপুর

জমি ভাড়া নিয়ে দখলের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জামাল উদ্দিন (৬২) নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে তা জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ী ফারুক মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই জমির মালিক স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও ইউএনও মো. আসসাদিকজামান। 

অভিযোগকারী জামাল উদ্দিন উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের হাবিল শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া একই উপজেলার পৌর এলাকার মূলগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ইটভাটার ব্যবসা করেন। 

ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও মৌজায় ১ হাজার ৩৮১ শতাংশ জমি ইটভাটার ব্যবসার জন্য ভাড়া নেন ব্যবসায়ী ফারুক মিয়া। এ পর্যন্ত তিনি নিয়মিত ভাড়া পরিশোধও করে আসছিলেন। সম্প্রতি ওই জমি নিজেদের প্রয়োজনে ফেরত চাইলে ফারুক মিয়া তা ফেরত দিতে গড়িমসি শুরু করেন এবং জোরপূর্বক জবরদখলের পাঁয়তারা করেন। 

জামাল উদ্দিন বলেন, ‘এরপর আমি নিজের জমির ফেরত পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।’ 

অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘ওখানে তাঁর (জামাল উদ্দিন) কোনো জমিই নেই।’ 

ইউএনও মো. আসসাদিকজামান বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগের কপিতে বিষয়টি আমাকে দেখার অনুরোধ করেছেন।’ 

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। আমি বিষয়টি ইউএনও সাহেবকে দেখতে বলেছি।’ 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯