হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম সাইদুর রহমান জেলাল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলায় সাইদুর রহমান জেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাঁকে রাজবাড়ী কারাগারে নিয়ে আসা হয়। 

তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজবাড়ী কারাগারে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হতো। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম আরও বলেন, সাইদুর রহমান জেলালের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা