হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম সাইদুর রহমান জেলাল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলায় সাইদুর রহমান জেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাঁকে রাজবাড়ী কারাগারে নিয়ে আসা হয়। 

তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজবাড়ী কারাগারে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হতো। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম আরও বলেন, সাইদুর রহমান জেলালের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা