হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী কারাগারের কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম সাইদুর রহমান জেলাল (৬০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ডাউকি গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানায় দায়ের করা অ্যাসিড নিক্ষেপের মামলায় সাইদুর রহমান জেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০১২ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী হওয়ায় ২০১৫ সালে তাঁকে রাজবাড়ী কারাগারে নিয়ে আসা হয়। 

তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। রাজবাড়ী কারাগারে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হতো। আজ শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম আরও বলেন, সাইদুর রহমান জেলালের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি