হোম > সারা দেশ > ঢাকা

বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইন জুয়া, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চক্রের নেতৃত্বে রয়েছেন নিশাত মুন্না নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন জুয়ার সাইটের সমন্বয়ক তিনি। তাঁর নেতৃত্বে ঢাকা, গাজীপুর ও নোয়াখালীতে অনলাইন জুয়ার কার্যক্রম বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

গতকাল সোমবার রাতে রাজধানীর মালিবাগ ও গাজীপুরের শ্রীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত কয়েক সপ্তাহে এই চক্র প্রায় অর্ধকোটি টাকা বিদেশে পাচার করেছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অনলাইন জুয়ার মূল হোতা মো. নিশাত মুন্না, মো. কামরুল ইসলাম শুভ, মো. সুমন ও মো. নাজমুল হোসেন বাবু। 

খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তার নিশাত মুন্না বিভিন্ন অনলাইন বেটিং সাইটের দেশীয় কার্যক্রম পরিচালনার অন্যতম মূল হোতা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিষয়ের শিক্ষার্থী। তিনি ফেসবুক ও ইউটিউবে বেটিং বা জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করতেন। কয়েকটি জুয়ার সাইটের সমন্বয়ক হয়ে কাজ করেছেন।’ 

তিনি বলেন, গ্রেপ্তার নাজমুল নোয়াখালীতে থাই গ্লাস ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। এক বছর আগে কামরুলের মাধ্যমে অনলাইন জুয়া খেলা শুরু করেন। তিনি নোয়াখালী অঞ্চলে বেটিং সাইটের জন্য গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করতেন এবং বেটিং সাইটে টাকা রিচার্জ/বেটিং সাইট থেকে টাকা উত্তোলনের কার্যক্রম পরিচালনা করতেন। গ্রাহকদের থেকে প্রাপ্ত অর্থ পার্শ্ববর্তী দেশে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনাকারীর কাছে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি