হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভোটের মাপে উন্নয়নের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাঁর নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে এলাকায় ভোটের পরিমাণ বেশি হবে, সেখানে উন্নয়ন বেশি করবেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন সভাপতিত্ব করেন। একই দিনে স্বাস্থ্যমন্ত্রী ভাঙ্গাবাড়ি ও বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও দুটি নির্বাচনী পথসভায় অংশ নেন। 

বালিয়াটি ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সাটুরিয়ায় আরও উন্নয়ন দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। যে এলাকায় বেশি ভোট দেবে, সেই এলাকা বেশি উন্নয়ন করা হবে। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দিয়েছি। চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জেই সেই উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি।’ 

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ধ্বংসের রাজনীতি করে। তারা দেশের ভালো চাই না। কয়েক দিন পরই শুরু হবে বই উৎসব। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেবে। বিএনপি জামায়াত সেই বইয়ের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ট্রেনের লাইন কেটে ও পেট্রল ঢেলে মানুষ হত্যা করছে বিএনপি–জামায়াত জোট। ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে তারা। জনগণের সম্পদ পুড়িয়ে নষ্ট করছে। 

পথ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রী লীগের সভাপতি শামীম হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির