হোম > সারা দেশ > ঢাকা

বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের পৌর এলাকায় হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ষষ্ঠ তলা বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বাড়ির নিরাপত্তা প্রহরী বলছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে আসা বোরকা পরিহিত এক নারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

নিহত হাজেরা খাতুন মৃত শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেন বাড়ি মানিকগঞ্জ এলাকায়। এই বাড়িতে হাজেরা খাতুন একাই থাকতেন ও বাড়িটি দেখাশোনা করতেন। 

বাড়ির নিরাপত্তা প্রহরী সাইদুল রহমান বলেন, আজ দুপুরে বোরকা পরিহিত এক নারী বাসা ভাড়ার কথা বলে হাজেরা খাতুনের কাছে ৪ তলার রুমে যান। সঙ্গে সিকিউরিটি গার্ড সাইদুলও যান। কিছুক্ষণ পর সাইদুলকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে শ্রমিকেরা কাজ করছিল। পরে সেখান থেকে ছাদের কাজ দেখতে চলে যান সাইদুল। এর মধ্যে বৃষ্টিও চলে আসে। বৃষ্টির পর সাইদুল নিচে দরজা খোলা দেখে ভেতরে যেতেই হাজেরা বেগমের হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ স্কচটেপ দিয়ে বাঁধা। এ সময় সেখানে ওই বোরকা পরা নারীও ছিলেন না। পরে ছাদে থাকা মিস্ত্রি ও সাইদুল মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে হাজেরা খাতুনের নিশ্বাস বন্ধ অবস্থায় পান। পরে তিনি ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে একজন বৃদ্ধার মরদেহ পড়ে থাকা অবস্থায় পেয়েছি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো একজন নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি।’ 

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে আসছে।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ