হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।

জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগপর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি ও নীলাচল পরিবহনে ঈদ সামনে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে, আমাদের কাছে এ রকম লিখিত একটি অভিযোগ আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই এবং পরিবহনে যাত্রীর ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।’

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার