হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।

জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগপর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি ও নীলাচল পরিবহনে ঈদ সামনে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে, আমাদের কাছে এ রকম লিখিত একটি অভিযোগ আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই এবং পরিবহনে যাত্রীর ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক