হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ভোক্তা অধিকারে অভিযান, পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে অভিযান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।

জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগপর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সেলফি ও নীলাচল পরিবহনে ঈদ সামনে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে, আমাদের কাছে এ রকম লিখিত একটি অভিযোগ আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাই এবং পরিবহনে যাত্রীর ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের মূল্যতালিকা না থাকায় দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে।’

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট