হোম > সারা দেশ > মাদারীপুর

সৌদিতে শিবচরের যুবকের মৃত্যু, হত্যা বলে দাবি পরিবারের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সৌদি আরবে মাদারীপুরের শিবচরের সুমন হাওলাদার (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। তবে পরিবারের দাবি, সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদিদোকানি দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সুমন হাওলাদার বড়। পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুমন। সৌদির ক্যাবেট সিটির মরুভূমি এলাকায় বসবাস করতেন তিনি। সেখানে টেকনিশিয়ান হিসেবে এসি মেরামতের কাজ করতেন তিনি।

গতকাল বিকেলে সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে, সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। আবার কেউ জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন। এ সময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

সুমনের মৃত্যুকে রহস্যজনক আখ্যা দিয়ে তাঁকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা।

সুমনের মামা আলফাজ গোমস্তা বলেন, ‘আমরা সুমনের লাশের ভিডিওতে দেখেছি, তার মাথার এক পাশে লম্বা কাটা দাগ রয়েছে। শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। বহুতল ভবন থেকে পড়লে শরীরের অনেক স্থানেই আঘাতের চিহ্ন থাকার কথা। কিন্তু তা নেই। মনে হচ্ছে, সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি করছি।’

সুমনের মা বানু বেগম বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচন করা হোক। আর আমার নয়নের মনির লাশটি দ্রুত দেশে আনার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেউ এখনো জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট