হোম > সারা দেশ > গাজীপুর

দলে বিশ্বাসঘাতকদের জায়গা হবে না: আজমত উল্লা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগে কোনো বিশ্বাসঘাতক ও মীরজাফরদের জায়গা হবে না। আওয়ামী লীগের আগাছা পরিষ্কার করে নেত্রী দল গোছানোর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান আজ বুধবার এক সভায় এমন ঘোষণা দেন। 

গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর গত ২৮ মে দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে গণভবনে ডেকে নেন। 

সেখানে নির্বাচনের আদ্যোপান্ত জানার পর আজমত উল্লাকে দলের ভেতর থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দলীয় প্রধান। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের অংশ হিসেবে কাশিমপুর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভা হয়। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে। 

বেলা ৩টার দিকে কোনাবাড়ী আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে হয় এই সভা। সভায় গাজীপুর সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে এবং টেবিল ঘড়ির পক্ষে যেসব নেতা-কর্মী ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়। 

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কারা নৌকার বিরুদ্ধে ও টেবিল ঘড়ির পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে তাঁদের নাম বলতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা গোপনে লিখিতভাবে জানান।’ সভায় উপস্থিত অনেক নেতা-কর্মী ‘চিহ্নিত বিশ্বাসঘাতকদের’ নামের তালিকা করে আজমত উল্লার কাছে হস্তান্তর করেন। 

আজমত উল্লা খান জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভাগুলো মহানগরীর সংসদীয় এলাকা ভিত্তিক আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো নিয়ে সভা শুরু হয়েছে। প্রথমদিন কোনাবাড়ি ও কাশিমপুর থানার সভা অনুষ্ঠিত হয়েছে। এ আসনের অপর থানা বাসন থানা আওয়ামী লীগের সভা আগামী ২ জুন হবে। এরপরে গাজীপুর-২ সংসদীয় এলাকার অন্তর্গত কাউলতিয়া সাংগঠনিক থানা ও সদর থানা আওয়ামী লীগের সভা ৩ জুন, গাছা থানা আওয়ামী লীগের সভা ৫ জুন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সভা ৮ জুন অনুষ্ঠিত হবে। এসব সভায় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থাকবেন। গাজীপুর ৫ আসনের অন্তর্গত মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের সভা ৭ জুন অনুষ্ঠিত হবে। এ সভায় স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি উপস্থিত থাকবেন।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা