হোম > সারা দেশ > গাজীপুর

বিলে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

বিলের পানিতে গোসল করতে নেমে গাজীপুরের কারখানা বাজার এলাকায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পানিতে নিখোঁজ হওয়ার পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া কলেজছাত্রের নাম মাশরাফি আলম রোহান (১৭)। সে মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার মোকসেদ আলমের ছেলে ও স্থানীয় সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে রোহানসহ কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকা ভ্রমণে বের হয়। তারা মহানগরীর কারখানা বাজারে বিলের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তার অপর বন্ধুরা গোসল শেষে নৌকায় উঠতে পারলেও রোহান পানিতে তলিয়ে যায়।

এ সময় তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেলের দিকে রোহানের মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘এ ব্যাপারে স্বজনদের আবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন