হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিক নির্বাচন: ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে। এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন। 

চারজনের মধ্যে দুজন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে। 

ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, ‘জীবনে ভোট দিতে পারব ভাবি নাই। অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।’ 

সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।’

সন্ধ্যা বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’

রুবিনা বলেন, ‘আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’   

আরও পড়ুন:

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট