হোম > সারা দেশ > ঢাকা

২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা রোলস রয়েস গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় অভিযান চালিয়ে ২৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল রোলস রয়েস মডেলের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বুধবার গাড়িটি জব্দ করা হয়। জব্দ করা গাড়িটি ৬ হাজার ৭৫০ সিসির। গাড়িটি আমদানি করা হলেও ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, বিলাস বহুল রোলস রয়েস মডেলের গাড়িটি গত ১৭মে রাতে চট্টগ্রাম বন্দরের ইপিজেড থেকে অবৈধভাবে খালাস করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। ঢাকায় আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকের বাসার গ্যারেজে ঢেকে রাখা হয়। শুল্ক গোয়েন্দাদের কাছে আসা এমন তথ্যের ভিত্তিতে একাধিক দল বেআইনিভাবে খালাস করা গাড়িটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে গত সোমবার তারা জানতে পারে গাড়িটি আমদানিকারক জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে গ্যারেজে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি শুল্ক মুক্ত সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। 

রেজা চৌধুরী আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য এ গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়ন সম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তাঁর ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন। কাস্টমস আইন অনুযায়ী গাড়িটি জব্দ করে শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কী কারণে আমদানি করা গাড়িটি ছাড় হওয়ার ৭০ দিন পরও শুল্কায়ন করা হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান চলমান রয়েছে।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট