হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে কাউন্সিলর আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। 

আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে ইসরাফিল প্রধানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া নাশকতায় তাঁর সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।’ 

ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর আবারও তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন। 

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্যসচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মো. মাসুদুজ্জামান মন্টুকে সভাপতি ও মো. মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ৪৬ নম্বর সদস্য পদে রয়েছেন ইসরাফিল প্রধান। 

২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের পা ছুঁয়ে সালাম করে আওয়ামী লীগে যোগ দেন ইসরাফিল প্রধান। তিনি তখন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তখন তিনি বিএনপির সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপির বেশ কয়েকটি নাশকতার মামলায় আসামি ছিলেন তিনি। আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাভোগ করেছেন একাধিকবার।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য