হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ জখম ৩

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শিয়ালের কামড়ে এক নারীসহ তিনজন জখম হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে বরাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনজন জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন। 

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম জানান, তিনি তাঁর ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলে শাহজাহানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি শিয়াল তাঁর পায়ে কামড় দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে শিয়ালটি আবার কামড় দিতে এলে তা প্রতিহত করার সময় শিয়ালটি হাতের একটি আঙুল কামড় দিয়ে কেটে খেয়ে ফেলে।

শামসুন্নাহার বেগম আরও জানান, তাঁর চিৎকারে ছেলে-নাতিসহ আশপাশের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিলে শিয়ালটি মাটিতে পড়ে থাকে। পরে তাঁর বড় ছেলে শাহজাহান শিয়ালটিকে পা দিয়ে লাথি দিলে সে ক্ষিপ্ত হয়ে শাহজাহানের পায়েও কামড় দেয়।

এর আগে শিয়ালটি একই গ্রামের নাসির উদ্দিন শেখসহ বেশ কয়েটি গরু-ছাগলকে কামড় দিয়ে জখম করেছে। স্থানীয়দের সহযোগিতায় শিয়ালের কামড়ে জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘এই অঞ্চলে ঘন জঙ্গল বেশি থাকায় শিয়ালের উপদ্রব বেশি। কিন্তু শেয়ালের কামড়ে মানুষ জখম হওয়ার ঘটনা এবারই প্রথম। জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের সাধারণ মানুষ শিয়ালটিকে খুঁজার চেষ্টা করছে।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ