হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ জখম ৩

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শিয়ালের কামড়ে এক নারীসহ তিনজন জখম হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে বরাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

তিনজন জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন। 

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম জানান, তিনি তাঁর ছোট ছেলের বাড়ি থেকে বড় ছেলে শাহজাহানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি শিয়াল তাঁর পায়ে কামড় দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে ক্ষিপ্ত হয়ে শিয়ালটি আবার কামড় দিতে এলে তা প্রতিহত করার সময় শিয়ালটি হাতের একটি আঙুল কামড় দিয়ে কেটে খেয়ে ফেলে।

শামসুন্নাহার বেগম আরও জানান, তাঁর চিৎকারে ছেলে-নাতিসহ আশপাশের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিলে শিয়ালটি মাটিতে পড়ে থাকে। পরে তাঁর বড় ছেলে শাহজাহান শিয়ালটিকে পা দিয়ে লাথি দিলে সে ক্ষিপ্ত হয়ে শাহজাহানের পায়েও কামড় দেয়।

এর আগে শিয়ালটি একই গ্রামের নাসির উদ্দিন শেখসহ বেশ কয়েটি গরু-ছাগলকে কামড় দিয়ে জখম করেছে। স্থানীয়দের সহযোগিতায় শিয়ালের কামড়ে জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, ‘এই অঞ্চলে ঘন জঙ্গল বেশি থাকায় শিয়ালের উপদ্রব বেশি। কিন্তু শেয়ালের কামড়ে মানুষ জখম হওয়ার ঘটনা এবারই প্রথম। জখম হওয়া ব্যক্তিদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের সাধারণ মানুষ শিয়ালটিকে খুঁজার চেষ্টা করছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট