হোম > সারা দেশ > গাজীপুর

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক হত্যায় মামলা, অভিযুক্ত শিশু কারাগারে

গাজীপুরের শ্রীপুরে শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় অপর এক শিশুশ্রমিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ১৫ বছর বয়সী অভিযুক্ত ওই শিশুশ্রমিকের বাড়ি দিনাজপুর জেলায়। সে একই কারখানায় শ্রমিকের কাজ করত। 

গত শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন নিহত শিশু শ্রমিকের বাবা পলাশ দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। 

নিহত শিশুশ্রমিক অপু দেওয়ান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পূর্বশিয়ালদী গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। 

নিহত শিশুর বাবা পলাশ দেওয়ান বলেন, ‘আমি ন্যায়বিচার পেতে থানায় মামলা করেছি। সে বুঝে শুনে আমার ছেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে মেরে ফেলেছে। আমার ছেলের পেট বলের মতো ফুলে গিয়েছিল। হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়েছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অভিযুক্ত শিশুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার ২ এপ্রিল ভোর পৌনে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল নামের একটি কারখানার ভেতরে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করে অপর এক শিশুশ্রমিক। 

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার